নগদ টাকা-ল্যাপটপ রেখেই কুবি অধ্যাপকের মোবাইল চুরি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের ডরমেটরি থেকে নগদ টাকা, ল্যাপটপ রেখেই শারমিন সুলতানার মোবাইল চুরি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। বুধবার (২৫ মে) মধ্যরাতে ডরমেটরি-১’র দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ডরমেটরিটির ২০২ নং কক্ষের দক্ষিণ দিকের বেলকনির গ্রিল ভাঙা।
এ অংশে কোনো সিসিটিভি না থাকায় কে বা কারা চুরি করেছে সেটি জানা যায়নি। রাতে ডরমেটরিতে দায়িত্বরত আনসার সদস্য আবুল কাশেম হাওলাদার বলেন, তখন ডিউটিতে ছিলাম। কিন্তু ডরমেটরির পেছনের অংশে আলো না থাকায় সেদিকে যাওয়ার সুযোগ নেই। ভুক্তভোগী শিক্ষক শারমিন সুলতানা বলেন, রাত আড়াইটার দিকে ল্যাপটপে বসে কাজ করতেছিলাম। তখন ওয়াশরুমে গেলে ফিরে এসে দেখি মোবাইল ফোন নেই। কিন্তু সঙ্গে ল্যাপটপ এবং নগদ ২০ হাজার টাকা থাকলেও চোর সেটা নেয়নি। বিষয়টি আমাকে হতবাক করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মোবাইল চুরি
- চুরি চক্র