২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৭:১৮
প্লেস্টেশন ভিআর২ বাজারজাত করার সময় প্ল্যাটফর্মটিতে অন্তত ২০টি জনপ্রিয় গেইম থাকবে বলে প্রত্যাশা করছে সনি। তবে, গেইম বা গেইমের নির্মাতা প্রতিষ্ঠানের নাম নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
সনির বিনিয়োগকারীদের দেখানো প্রেজেন্টেশনের একটি স্লাইড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, সনির নিজস্ব গেইমের পাশাপাশি সম্ভবত তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠানের তৈরি গেইমও থাকবে প্লেস্টেশন ভিআর২ গেইমের তালিকায়। সম্ভবত, ‘হরাইজন কল অফ দ্য মাউন্টেইন’ও থাকবে সেখানে।
এ প্রসঙ্গে সনি ইন্ট্যার্যাকটিভ এন্টারটেইনমেন্ট প্রেসিডেন্ট জিম রায়ান বলেছেন, “স্বাধীন ও তৃতীয় পক্ষীয় ডেভেলপারদের সঙ্গে অংশীদারিত্ব গড়তে উল্লেখযোগ্য বিনিয়োগ করা হচ্ছে যাতে প্লেস্টেশন ভিআর২ উন্মুক্ত করার সময়ে আকর্ষণীয় ভিআর কনটেন্টের উল্লেখযোগ্য পাইপলাইন নিশ্চিত করা যায়।”
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্যামসাং ভিআর
- শাওমি মি ভিআর
- ভিআর