![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252Fc0a6398d-b3c0-4418-bb9f-03dca6d72b88%252F4b6529f2ff0743c8f334d72f7723a747_5de8ec5666b56.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
পোশাক খাতের সুবিধা অন্য শিল্পও পেয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৭:০১
তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকের বিপুল কর্মসংস্থানের কারণে অন্যান্য শিল্প খাতও তার সুবিধা পেয়েছে। পোশাকের পাশাপাশি অন্যান্য শিল্পেও নারী শ্রমিকের সংখ্যা বেড়েছে। তাতে রপ্তানির বাইরে অন্য শিল্প খাতে লিঙ্গবৈষম্য উল্লেখযোগ্য হারে কমেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ‘এক্সপোর্টস অ্যান্ড জেন্ডার ইন ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন। ভার্চ্যুয়াল মাধ্যমে বুধবার সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ৪ মাস আগে