সাত-আট মাসের জন্য মাঠের বাইরে ইব্রা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৬:৩১
হাঁটুর সফল আস্ত্রোপচারের পর সাত থেকে আট মাসের জন্য মাঠের বাইরে থাাকতে হবে অভিজ্ঞ স্ট্রাইকার ইব্রাহিমোভিচকে। এমনটাই জানিয়েছে সিরি আ লিগের নতুন চ্যাম্পিয়ন এসি মিলান।
এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বুধবার ফ্রান্সের লিও শহরে অস্ত্রোপচার করিয়েছেন ৪০ বছর বয়সি এই স্ট্রাইকার। যেটি আরো আগে করার কথা ছিল বলে উল্লেখ করে ক্লাবটি। ইনজুরির কারণে গত মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে সুইডিশ তারকাকে। ফলে ১১ বছরের মধ্যে প্রথম এই লিগ শিরোপা জয়ে মিলানকে ফরাসি তারকা অলিভার জিরুডের উপরই পুরোপুরি নির্ভর করতে হয়েছে।