মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৫:৩৭
বার্ষিক সম্মেলনে মেটাভার্সে মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘনের ঝুঁকি ও সম্ভাব্য বিরূপ প্রভাব তদন্ত করে দেখার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মেটার শেয়ারমালিকরা।
সেবা গ্রাহকদের মানবাধিকার ও নাগরিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা নিয়ে তদন্ত করতে অস্বীকৃতি জানালেও বুধবারের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
বিবিসি জানিয়েছে, মেটা পরিচালনা পর্ষদের বুধবারের বার্ষিক সম্মেলনকে সামনে রেখে কোম্পানিটির স্বল্প সংখ্যক শেয়ারমালিকের কাছে একটি বিশেষ প্রস্তাব রেখেছিল ডিজিটাল অধিকারকর্মীদের সংগঠন ‘সামঅফআস”। মেটার নিজস্ব মেটাভার্স ‘হরাইজন ওয়ার্ল্ডস’-এ যৌন হয়রানির শিকার হয়েছিলেন সংগঠনটির এক নারী গবেষক।