আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৫:২৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা হলেন- মো. রেজাউল করিম ওরফে রাজু ও মো. জুনায়েত মিয়া। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৫টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) সিটিটিসির সহকারী কমিশনার (এসি) আরিফ মুহাম্মদ শাকুর জাগো নিউজকে এ তথ্য জানান।


আরিফ মুহাম্মদ শাকুর বলেন, রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন-২ এর সামনে আনসার আল ইসলামের কয়েকজন সদস্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতাররা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম ও অন্যান্য অ্যাপসের মাধ্যমে সংগঠনের উগ্রবাদী আদর্শ প্রচার করতো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও