কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

'ঘুমের মধ্যেও চিৎকার করে' কাঁদে কেন নারী

সমকাল নূরুননবী শান্ত প্রকাশিত: ২৬ মে ২০২২, ১৫:১৪

সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও গত এক দশকে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুসন্ধান প্রতিবেদনে নারী নির্যাতনের যে চিত্র পাওয়া যায়, তা ভয়াবহ। বলা যায়, নারী ও কন্যাশিশুদের শান্তিপূর্ণ নিরাপদ জীবন-যাপনের অধিকার এখানে পদে পদে লঙ্ঘিত হয়। এ রকম অবস্থায় সমাজ, এমনকি পরিবারেও সম্প্রীতি ও শান্তির সুষম পরিবেশ দুর্বল হয়ে পড়ে। নির্যাতনের শিকার ব্যক্তির পাশে পরিবার ও সমাজ কোনো প্রতিষ্ঠানই স্বতঃস্ম্ফূর্তভাবে দাঁড়াতে পারে না।


ব্যক্তি বিপর্যস্ত বোধ করে; হতাশাগ্রস্ত হয়ে পড়ে। পরিস্থিতি এমনই যে, নরসিংদী রেলস্টেশনে জিন্স ও টপস পরার কারণে দলবদ্ধ হেনস্তার শিকার হওয়া বিশ্ববিদ্যালয়পড়ূয়া মেয়েটি প্রতিকার চেয়ে মামলা করা তো দূরের কথা, নিজের মা-বাবাকে পর্যন্ত বলার 'সাহস' পাননি! বন্ধুরা তার পাশে থাকলেও তার মানসিক বিপর্যয় রোধ করা যায়নি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'আমি ঘুমের মধ্যেও চিৎকার করে কাঁদি।' দেখেশুনে মনে হয়, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য গৃহীত সব পদক্ষেপ ব্যর্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও