![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F24%2Ff787cf51-073a-4fb2-aee0-29106b7cbf5c-11310737595_5882fb9c8c_b-fc0d526ed6314d345d269a51bc51bfac.jpg%3Fjadewits_media_id%3D793687)
পনির সংরক্ষণের ৬ টিপস
পৃথিবীতে বিভিন্ন ধরনের পনির পাওয়া যায়। সুস্বাদু পনির সঠিকভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া সম্ভব। অনেকেই প্লাস্টিকে মুড়ে পনির সংরক্ষণ করেন। কেউবা পানিতে ভিজিয়ে রেখে দেন। এগুলো কোনোটাই সঠিক পদ্ধতি না। জেনে নিন কীভাবে পনির সংরক্ষণ করলে স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকবে দীর্ঘদিন।
পনির যত তাড়াতাড়ি খাবেন, ততই ফ্রেশ স্বাদ পাবেন। ফ্রিজে রাখার আগে একটি কাগজের লেবেলে পনিরের ধরন ও তারিখ লিখে রাখুন। এতে কতদিন আগে কেনা সেটা বোঝা যাবে।
চিজ ব্যাগ কিংবা চিজ পেপারে রাখুন পনির। এতে পনির অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
প্লাস্টিকে মুড়ে রাখবেন না। প্লাস্টিকে রাখলে পর্যাপ্ত বাতাসের অভাবে দ্রুত নষ্ট হয়ে যাবে পনির।
সামান্য অলিভ অয়েল ব্রাশ করে মুখবন্ধ পাত্রে ফ্রিজে রাখতে পারেন পনির।
চিজ পেপারের বদলে ওয়াক্স অথবা পার্চমেন্ট পেপারে মুড়ে রাখলেও পনির অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
- ট্যাগ:
- লাইফ
- সংরক্ষণ
- পনির
- রান্নাঘরের টিপস