স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৮:২৯
স্ট্রিট ভিউ সেবা ১৫ বছর পূর্ণ করলো সম্প্রতি। আর তা উদযাপনে নতুন কিছু আপগ্রেড যোগ হচ্ছে গুগলের এই জনপ্রিয় সেবায়। এখন গুগল ম্যাপসের মোবাইল সংস্করণের স্ট্রিট ভিউতে দেখা যাবে বিভিন্ন এলাকার আগের বছরগুলোর ছবি।
এ ছাড়াও ম্যাপস সেবার গাড়িগুলোর জন্য নতুন ক্যামেরার ঘোষণা দিয়েছে গুগল। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি আশা করছে, গুগল ম্যাপসের তথ্য ও ছবি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করবে নতুন ক্যামেরাটি।
নির্দিষ্ট কোনো এলাকা বা স্থাপনা সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে, গুগল ম্যাপসের ডেস্কটপ সংস্করণের স্ট্রিট ভিউতে সেটি দেখার সুযোগ যোগ হয়েছে ২০১৪ সালেই। এবার ওই একই সেবা যোগ হলো অ্যাপটির আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণে।