রোদচশমার আড়ালে ‘নিষিদ্ধ’ স্থানে কি বেশি নজর যায়? কী বলছে গবেষণা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৪:২২

রোদের প্রকোপ বাড়তেই অনেকে চোখে দিচ্ছেন রোদচশমা। কিন্তু রোদচশমা কি শুধু রোদই আটকায়? গবেষণা কিন্তু অন্য কথা বলছে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, কোন দিকে তাকাচ্ছেন, তা যদি অন্যরা দেখতে না পান, তবে অধিকাংশ মানুষই নাকি নজর দেন যৌন উদ্দীপনামূলক দৃশ্যে।


সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক একটি গবেষণা চালায়। সমীক্ষা করা হয় ৫৬ জন ব্যক্তিকে নিয়ে। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের গাঢ় রঙের ও সাধারণ স্বচ্ছ দুই ধরনের চশমাই পরতে দেওয়া হয়। দুই ধরনের কাচ দিয়েই তৈরি চশমা পরে কিছু ছবি দেখতে দেওয়া হয়েছিল তাঁদের। ছবিগুলি দেখার সময়ে গবেষকরা গোপনে অংশগ্রহণকারী ব্যক্তিদের চোখের দিকে নজর রাখছিলেন। কিন্তু আগে থেকে সে কথা জানতেন না অংশগ্রহণকারী ব্যক্তিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও