ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২৪ মে ২০২২, ১৪:১৭

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে কোথায় কোথাও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। এই কদিন বৃষ্টি কম হলেও আগামীকাল থেকে তা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২, ময়মনসিংহে ৩২ দশমিক ২, চট্টগ্রামে ছিল ৩২ দশমিক ২, সিলেটে  ৩১ দশমিক ৩, রাজশাহীতে ৩৬, রংপুরে ৩৩, খুলনায় ৩৬ এবং বরিশালে ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও