উজানের ঢলে বাড়ছে পানি, বাড়ছে শঙ্কা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৯:১৪
উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। যমুনা ও পুনর্ভবা নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই জেলায় প্রায় সাড়ে ৫ হাজার বিঘা জমির বোরো-ইরি ধান ছাড়াও বাদামসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
দিকে ব্রহ্মপুত্র নদের পানি ও স্রোতের তীব্রতা বাড়ায় কুড়িগ্রাম, গাইবান্ধাসহ কয়েকটি এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বসতভিটা হারিয়ে অকূল পাথারে পড়েছে কয়েক শ পরিবার। নদীতে বিলীনের শঙ্কায় রয়েছে আরও অসংখ্য বাড়িঘর, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েক শ হেক্টর আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, বারবার সতর্ক করার পরও এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিম্নাঞ্চল প্লাবিত
- উজানের ঢল