হবিগঞ্জে বাঁধ উপচে লোকালয়ে পানি, দেড়শ পরিবার পানিবন্দি

ডেইলি বাংলাদেশ হবিগঞ্জ সদর প্রকাশিত: ২৩ মে ২০২২, ২২:০১

সিলেট ও সুনামগঞ্জের পর এবার হবিগঞ্জে কুশিয়ারা নদীর পাড় ডুবে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে তিনটি গ্রামের অন্তত দেড় শতাধিক পরিবার পানিবন্দি হয়েছেন। এর মধ্যে ৫৪টি পরিবারকে আশ্রয়ণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার দেয়া হয়েছে।



সোমবার দুপুর থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউপির গালিমপুর ও সিলেট অংশের শেরপুর দিয়ে বাঁধ উপচে পানি প্রবেশ করে। দীঘলবাক ইউপির ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আকুল মিয়া জানান, দুপুর থেকে নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে গালিমপুর, পাহাড়পুর ও পারকুল গ্রামে পানি প্রবেশ করে অন্তত দেড়শ’ পরিবার পানিবন্দি হয়ে পরেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও