‘শান্তি, নিশ্চয়তা’ চায় ভারতের শীর্ষ ক্রিপ্টো অ্যাপ

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ২৩ মে ২০২২, ১৬:২৯

ভারতীয় নীতিনির্ধাকদের কাছে বাজারের বিদ্যমান অস্থিতিশীলতা সমাধানে সক্ষম নীতিমালার নিশ্চয়তা চেয়েছেন দেশটির শীর্ষ ক্রিপ্টো অ্যাপ ‘কয়েনসুইচ’-এর প্রধান নির্বাহী।


ক্রিপ্টো খাতকে এগিয়ে নিতে, বিনিয়োগকারীদের নিরাপত্তা দিতে এবং নীতিনির্ধারণী অনিশ্চয়তা সমাধানে ভারতকে পরিষ্কার আইন তৈরির দাবি করেছেন আশিষ সিংহাল।


একদিকে, প্রচলিত আর্থিক ব্যবস্থার জন্য হুমকি বিবেচনায় ক্রিপ্টো মুদ্রা প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ চাইছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক, অন্যদিকে ক্রিপ্টো খাত থেকে কর ওঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, যাকে এই খাতে জাতীয় পর্যায়ের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।


“ব্যবহারকারীরা জানেনও না তাদের বিনিয়োগের কী হবে। সরকার কি নিষিদ্ধ করবে বা করবে না, অথবা কীভাবে এই খাত নিয়ন্ত্রিত হবে?” – ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে রয়টার্সের সঙ্গে আলোচনায় এ প্রশ্ন তুলেছেন সিংহাল। এক সময়ে অ্যামাজনের প্রকৌশলী হিসেবে কাজ করতেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও