কুমিল্লা সিটি নির্বাচন: ৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১০৩ মামলা
অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা ও সন্ত্রাস দমন আইনে কুমিল্লা সিটি করপোরেশনের ৪ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ১০৩টি মামলা রয়েছে। এর মধ্যে তিনজন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। আরেকজন যুবদল নেতা। তাঁদের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক ফায়দা হাসিল করতে প্রতিপক্ষ তাঁদের বিভিন্ন সময় মামলায় জড়িয়েছে।
এ ছাড়া হত্যা, নারী নির্যাতন, সন্ত্রাসবিরোধী কার্যকলাপ, মাদক ব্যবসা, অস্ত্রবাজি, প্রতারণা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ নানা অভিযোগে ২০ জন কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আরও ৩০টি মামলা আছে।
এর মধ্যে আওয়ামী লীগের ১৪ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ১৭টি মামলা। কুমিল্লা সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে সম্প্রতি দাখিল করা হলফনামায় প্রার্থীরা মামলার এ তথ্য দিয়েছেন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী আছেন ১২০ জন।