কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সিলেট ও সুনামগঞ্জে বন্যা: ভেসে গেছে ২০ হাজার জলাশয়ের মাছ

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যায় দুই জেলার ২০ হাজার ৫৯টি জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে ১৬ হাজারের বেশি মৎস্য খামারি ক্ষতির মুখে। মৎস্য অধিদপ্তর ক্ষয়ক্ষতির তালিকা করেছে। ক্ষতি পুষিয়ে উঠতে খামারিরা সহজ শর্তে সরকারি ঋণ চাচ্ছেন।

মৎস্য অধিদপ্তর সিলেটের কর্মকর্তা এবং ভুক্তভোগী মৎস্য খামার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় সিলেট জেলার ১১টি উপজেলার দুই হাজার ২৯৬.৭ হেক্টর আয়তনের ১৮ হাজার ৭৪৯টি পুকুর, দিঘি ও খামার প্লাবিত হয়েছে। ভেসে গেছে দুই হাজার ৩০৫.৫৭ মেট্রিক টন মাছ। টাকার হিসাবে তা দাঁড়ায় ১৬ কোটি ৯২ লাখ ৮৭ হাজার। মাছের পাশাপাশি ভেসে গেছে দুই কোটি ১৩ লাখ ৯৭ হাজার পোনাও। টাকার হিসাবে যা তিন কোটি ২৪ লাখ ৫৪ হাজার। এতে ক্ষতির মুখে পড়ে দিশাহারা জেলার ১৫ হাজার ১৬৩ জন মৎস্য চাষি ও খামার মালিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন