জ্যৈষ্ঠে কুয়াশা, আড়াই ঘণ্টা ফেরি বন্ধ শিমুলিয়ায়
ভরা গ্রীষ্মে কুয়াশার কারণে আড়াই ঘণ্টা ফেরি বন্ধ থাকল শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, সোমবার ভোরের দিকে হঠাৎ করেই ঘন কুয়াশায় ঢেকে যায় পদ্মা। দৃষ্টিসীমা একেবারেই কমে যাওয়ায় ভোর ৫টায় ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
চারটি ফেরি তখন গাড়ি নিয়ে শিমুলিয়া ঘাটে কুয়াশা কাটার অপেক্ষায় ছিল। কুয়াশা হালকা হলে সকাল সাড়ে ৭টার দিকে একে একে ফেরিগুলো ঘাট ছেড়ে যায়।