বন্ধ পাট ও চিনিকল চালুর দাবি
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২২, ১৮:১২
বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, প্লাস্টিক ও পলিথিন পণ্যের সম্পূর্ণ বিকল্প হিসেবে পাটপণ্য ব্যবহার করা সম্ভব। আর বেসরকারি রিফাইনারি ও অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে চিনির বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যও চিনিকলগুলো চালু রাখা প্রয়োজন। ফলে এসব কারখানা চালুর জন্য আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানান তাঁরা।
আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটে ‘দেশের মৌলিক শিল্প রক্ষায় বন্ধ পাট ও চিনিকল চালু ও তার বিকাশে প্রস্তাব’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে পাটকল–চিনিকল রক্ষায় শ্রমিক–কৃষক–ছাত্র–জনতা ঐক্য।