You have reached your daily news limit

Please log in to continue


ইউটিউব ওলামা

সম্প্রতি গণকমিশনের গবেষণায় অভিযুক্ত ১১৬ জন আলেম-ওলামার বিরুদ্ধে দুদকে যে দুর্নীতির অভিযোগ জমা দেওয়া হয়েছে, তা নিয়ে বেশ কিছু অনলাইনে বিতর্ক দেখা যাচ্ছে। যেখানে সংশ্লিষ্ট দুই পক্ষের দু-একজনের সরব উপস্থিতি রয়েছে। এটিকে আদৌ ‘একাডেমিক ডিসকাশন’ বলা যায় কি না, সে বিষয়েও যথেষ্ট কথা থেকে যায়। যদিও গতানুগতিক টক শোতে আজকাল হরহামেশাই আলোচকদের মারমুখী আচরণ দেখা যায়। কিন্তু যাঁরা নিজেদের সমাজের সম্মানিত আলেম সমাজ হিসেবে ‘সাতখুন মাফ’ টাইপ সম্মান দাবি করেন, তাঁদের আচরণ তো মারমুখী হতে পারে না। তাঁদের মুখের ভাষাও অশালীন হতে পারে না। অপর মুসলিমকে আঘাত করে কথা বলা বা অশোভন শব্দে চিৎকার করা কি আলেমের শোভা পায়?

কিন্তু দেখলাম স্কলার বলে দাবিদার পীরজাদা (ওয়াজের বেশির ভাগজুড়েই তাঁর পীর-পুরী বংশের শ্রেষ্ঠত্ব নিয়েই গুণগান চলে), সম্মানিত আলেম অপর পক্ষকে ‘বেয়াদব বেয়াদব’ বলে গর্জে উঠছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন