কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্বাচনী দায়িত্ব পেতে দিতে হয়েছে ঘুষ, ৫ মাসেও মেলেনি ভাতা

কালের কণ্ঠ মদন প্রকাশিত: ২২ মে ২০২২, ১৪:১৬

ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার ও ভিডিপি (অনিয়মিত খণ্ডকালীন) সদস্য হিসেবে দায়িত্ব পেতে দিতে হয়েছে ঘুষ। ধার-দেনা করে ঘুষ দিয়ে দায়িত্ব পালনের পাঁচ মাস অতিবাহিত হলেও সম্মানীভাতা পাননি আনসার ও ভিডিপি সদস্যরা। নির্বাচনী দায়িত্বের নামে আনসার সদস্যদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন নেত্রকোনার মদন উপজেলার আনসার দলনেতারা, এমনই অভিযোগ উঠেছে।


অভিযোগ রয়েছে, দায়িত্ব পালন করা প্রত্যেক আনসার সদস্যের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। টাকা নিয়ে অন্যজনের নাম ব্যবহার করে নির্বাচনী দায়িত্বে রাখা হয়েছিল কিশোরদের। উপজেলার ৭২টি কেন্দ্রে মোট এক হাজার ২২৮ জন আসনার-ভিডিপি সদস্য তাদের নির্বাচনী দায়িত্ব পালন করেন। অপরদিকে, মদন উপজেলা ছাড়া পাঁচটি উপজেলায় বিভিন্ন ধাপে অনুষ্ঠিত ৫৯৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকারী এক হাজার ৮২৩ জন আনসার সদস্যের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও