আবার নবাগত নায়কের সঙ্গে
ঢালিউডে শবনম বুবলীর শুরুটা হয় শাকিব খানের হাত ধরে। একটানা ১০টি ছবিতে অভিনয় করে পরিচিতি পান বুবলী। শাকিবের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর অন্য নায়কদের সঙ্গে অভিনয় শুরু করেন। শুরুটা হয়েছিল নিরবকে দিয়ে। এরপর একে একে অভিনয় করেন জিয়াউল রোশান, আজাদ আদর, শরীফুল রাজের সঙ্গে। এবার তিনি অভিনয় করছেন নবাগত সাজ্জাদ হোসেনের সঙ্গে। ‘প্রেম পুরান’ নামে নতুন একটি ছবিতে কাজ করছেন তাঁরা। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বুবলীর আরেক নায়ক জিয়াউল রোশান। যৌথভাবে ছবিটি পরিচালনা করছেন হাসান সিকদার ও মাসুদ মহিউদ্দিন।
নতুন সহশিল্পীদের সঙ্গে কাজের ব্যাপারে বুবলী জানান, বিভিন্ন ছবিতে বিভিন্ন অভিনেতার বিপরীতে কাজ করতে দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে তাঁর। তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনে অনেকের সঙ্গে করা হচ্ছে। নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। এভাবে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেতার সঙ্গে চিন্তাভাবনাও আদান–প্রদানের সুযোগ হচ্ছে। সবচেয়ে বড় কথা, এভাবে কাজ করতে গিয়ে অনেক কিছুই শিখতে পারছি। নিজেকে ভিন্নভাবে প্রকাশের সুযোগ পাচ্ছি।’
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- নবাগত মুখ
- শবনম বুবলী