যে কারণে কুসিকে তারা তিনজন মেয়র প্রার্থী
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দেশের বড় দুই রাজনৈতিক দলের দুজন করে মেয়র প্রার্থী নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এতে পালটে যেতে পারে ভোটের সব হিসাব-নিকাশ-এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।
এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত এবং দলটির ‘বিদ্রোহী প্রার্থী’ হয়েছেন প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খানের ছেলে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান।
অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা-সদ্য সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারও হয়েছেন মেয়র প্রার্থী। নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্ত লংঘন করায় তাদের দুজনকে ইতোমধ্যেই বহিষ্কার করে বিএনপি।
কুসিক নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও মূলত দুই দলের চার প্রার্থীই নগরীতে আলোচনার কেন্দ বিন্দু। আসছে নির্বাচনে কী কারণে সাক্কু, ইমরান ও কায়সার প্রার্থী হয়েছেন? নির্বাচনে তাদের মিশন কী?-এসব বিষয় নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তারা তিনজনই।