You have reached your daily news limit

Please log in to continue


উত্তরের চার লেন গতিহীন

১৯০ কিলোমিটারের এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরে। কথা ছিল, ২০২১ সালের আগস্টে টানা হবে কাজের যবনিকা। মেয়াদ পার হলেও এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি মাত্র ৪৩ শতাংশ। এ পরিস্থিতিতে বেড়েছে প্রকল্পের মেয়াদ, বাড়ানো হয়েছে খরচও। মূল প্রকল্পের ব্যয় ধরা ছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। এখন ৪ হাজার ৭৬৩ কোটি টাকা বেড়ে তা ১৬ হাজার ৬৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে। কাজ শেষ করার নতুন সময় ২০২৪ সালের ডিসেম্বর।

তবে প্রকল্প এলাকা ঘুরে ও সংশ্নিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম। এর প্রধান কারণ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডকে দায়ী করছেন সংশ্নিষ্টরা। প্রতিষ্ঠানটি থেকে সময়মতো অর্থছাড় না হওয়া এবং প্রয়োজনীয় মালপত্র সংকটের কারণে মহাসড়কের তিনটি বড় স্পটে এক বছর ধরে কাজ বন্ধ। বাকি ছয় স্পটের কাজেও শামুকগতি। সামনে অতিবৃষ্টির মধ্যে কাজ আরও শ্নথ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন