কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিশু ও নারীর অধিকার নিয়ে কাজ করব

চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অনেক দিন সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াননি। কিন্তু নানা কাজে তিনি ব্যস্ত। হয়েছেন ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত।

সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ইউনিসেফের শুভেচ্ছাদূত...

বাংলাদেশে ইউনিসেফের নতুন শুভেচ্ছাদূত নিযুক্ত হয়ে সত্যিই আমি আপ্লুত। নিজের সাধ্যে যতটুকু কুলায় তার মধ্যেই সব সময় চেষ্টা করি শিশু ও নারীদের পাশে থাকার। কিন্তু এবার এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ায় সেই কাজ আরও বড় পরিসরে করার সুযোগ পাব। একজন শিল্পী ও নারী হিসেবে এটা অনেক গর্বের। গত বৃহস্পতিবার ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছি। এখন থেকে চিত্রতারকা মৌসুমী, ক্রিকেট তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে যোগ দেব। সারা দেশে শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সঙ্গে একত্রে পালন করতে উন্মুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন