শিশুর কানে ব্যথা হলে যা করণীয়
কালের কণ্ঠ
প্রকাশিত: ২১ মে ২০২২, ১১:৫৯
কানে ব্যথা সাধারণত বাচ্চাদের বেশি হতে দেখা যায়। তবে যেকোনো বয়সেই আমরা কানে ব্যথায় আক্রান্ত হতে পারি। কানে ব্যথা এক কান বা উভয় কানেই হতে পারে, তবে সাধারণত এক কানেই বেশি হতে দেখা যায়। কানে ব্যথা একটানা হতে পারে, আবার কিছুক্ষণ পর পর হতে পারে।
উপসর্গ ♦ কানে হালকা বা তীব্র ব্যথা বা জ্বালা অনুভূত হওয়া ♦ কানে কম শোনা ♦ কান ভার বা বন্ধ লাগা ♦ কান থেকে পানি, রক্ত বা পুঁজ বের হওয়া ♦ বাচ্চাদের ক্ষেত্রে আলাদা কিছু লক্ষণ থাকে যেমন— ♦ অস্থিরতা ও বারবার অযথা কান্নাকাটি করা, রাতে ঘুম ভেঙে কান্না করা। ♦ জ্বর, কান ভার লাগা ও মাথা ব্যথা ♦ কথা বললে বা ডাকলে কম সাড়া দেওয়া ♦ বারবার কানে হাত দেওয়া বা টেনে ধরা ♦
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর যত্ন
- কানে ব্যথা