![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F386fa4b3-2edd-4414-86b5-748b124e6249%252FIphone_security_problem.png%3Frect%3D0%252C0%252C960%252C540%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
আপনার আইফোন নিরাপদ আছে তো
প্রথম আলো
প্রকাশিত: ২১ মে ২০২২, ০৮:৩৩
আইফোনে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে আইফোনের নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার অপরাধীরা। আইওএস ১৫.৫ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে আইফোন ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি–ইন)।