শেবাগের খোঁচা খেয়েও রাগ করলেন না শোয়েব

কালের কণ্ঠ পাকিস্তান প্রকাশিত: ২০ মে ২০২২, ১৯:৫৪

১৯৯৯ সালে পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করেছিল আইসিসি। শোয়েব নাকি হাত ভেঙে বল করতেন- এমন অভিযোগ উঠেছিল।  তবে মাসখানেক পরেই তার অ্যাকশন সন্দেহমুক্ত হলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। এত বছর পর বিষয়টি আবারও আলোচনায় উঠে আসল ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের সৌজন্যে। 


এই বিধ্বংসী ওপেনারের অভিযোগ, মাঝেমধ্যেই নাকি হাত ভেঙে বল করতেন শোয়েব। ভারতীয় এক টিভি অনুষ্ঠানে কথোপকথনে শেবাগ বলেন, 'শোয়েব জানে সে কনুই ভেঙে বল করত। মাঝেমধ্যে চাক করত। তা না হলে আইসিসি তাকে কেন নিষিদ্ধ করবে? ব্রেট লির হাত সোজা নামত, ফলে তার বল ধরতে পারা সহজ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও