প্রাকৃতিক ওষুধে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা উত্তর কোরিয়ার
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে উত্তর কোরিয়া। ২০২০ সালের শুরুতে দেশটি তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল। মিত্রদেশগুলো করোনার টিকা সরবরাহ করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছিল দেশটির শীর্ষ নেতৃত্ব। বর্তমানে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো করোনার চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কারণে প্রাকৃতিক উপায়ে করোনার বিভিন্ন চিকিৎসার পরামর্শ দিচ্ছে।
গরম পানীয় করোনায় যেসব নাগরিক গুরুতর অসুস্থ না তাদেরকে আদা কিংবা হানিসাকল চা এবং উইলো পাতা মেশানো পানি পানের পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলের মুখপাত্র রোদং সিমনান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক কলামে তিনি লিখেন, গরম পানীয় গলাব্যথা ও কাশির মতো কিছু কোভিড উপসর্গ সারাতে পারে। এর মধ্য দিয়ে পানিশূন্যতাও ঠেকানো যায়। আদা ও উইলো পাতা শরীরের প্রদাহ বন্ধে কাজ করে এবংব্যথা কমায়। তবে এগুলোর মধ্য দিয়ে করোনাভাইরাস মোকাবিলা করা যায় না। লবণপানি কিছু গবেষণায় দেখা গেছে, লবণপানি দিয়ে গড়গড়া করা ও নাক ধোয়ার মধ্য দিয়ে সাধারণ ঠান্ডার জন্য দায়ী ভাইরাস মোকাবিলা করা যায়।