ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে
প্রথম আলো
প্রকাশিত: ২০ মে ২০২২, ১৭:৫৬
আমাদের দেশ বিষুব রেখার কাছাকাছি হওয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে বা রশ্মি এ এবং বি বেশি আসে। এই রশ্মি সাধারণত সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বেশি ছড়ায়। অন্যভাবে হিসাব করলে, যখন নিজের ছায়া নিজের চেয়ে ছোট থাকে এমন সময় এই রশ্মি পৃথিবীতে বেশি আসে। এই অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের ওপর পড়লে নানারকম ক্ষতি হতে পারে।
এই সূর্যরশ্মি কতটুকু ক্ষতিকর হবে, তা নির্ভর করে ত্বকের বর্ণের ওপর। ত্বকে ইউ মেলানিন বা তামাটে মেলানিনের মাত্রা বেশি বলে ক্ষতির পরিমাণ কম থকে। আর যাদের ইয়েলো মেলানিন বেশি—যেমন অস্ট্রেলীয় বা পাশ্চাত্যের অনেক দেশে ত্বকের এই ফটোপ্রোটেকশন ক্ষমতা কম। তাই ত্বকের বিশেষ ক্ষতিও হয়ে থাকে। তাদের ত্বকের ক্যানসারও খুব বেশি হয়।