সৌরভ যা পেরেছে, কোহলি পারত কি না সন্দেহ
ভারতীয় ক্রিকেটে সফলতম অধিনায়কদের একজন হিসেবেই থেকে যাবে বিরাট কোহলির নাম। তিন সংস্করণেই তাঁর অধীনে ভারত সাফল্য পেয়েছে। সবচেয়ে বড় কথা, তিনি ভারতীয় ক্রিকেটে ‘যেকোনো মূল্যে জিততে হবে’ মন্ত্র ঢুকিয়ে দিয়েছেন, যেটি শেষ পর্যন্ত ভারতকে পরিণত করেছে দুনিয়ার অন্যতম শক্ত দলে। তবে এর মধ্যেও অধিনায়কত্ব নিয়ে কোহলির আক্ষেপ আছে।
তাঁর অধীনে তিনটি বিশ্বকাপের (দুটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি) সেমিফাইনাল পর্যন্ত গেলেও ভারত শিরোপা জিততে পারেনি।
বীরেন্দর শেবাগ অবশ্য এরপরও কোহলিকে সেরা বলতে নারাজ। এমনকি ভারতকে তিনটি বৈশ্বিক শিরোপা জেতানো (দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়নস ট্রফি) মহেন্দ্র সিং ধোনিকেও সেই কাতারে ফেলতে নারাজ। তাঁর চোখে সব সময়ই সেরা সৌরভ গাঙ্গুলী। শেবাগের কথা, সৌরভ ভারতের জন্য যা করেছেন, কোহলি সেটি করতে পারবেন কি না সন্দেহ।