সুইডেন-অস্ট্রেলিয়াসহ আরও কয়েক দেশে মাঙ্কিপক্স
ইতালি, সুইডেন, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় নতুন করে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার এসব দেশে মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্তের খবর নিশ্চিত করা হয়। উত্তর আমেরিকার দেশ কানাডায়ও দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হন। সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন তিনি। পরে তাঁর মাধ্যমে এটি আরও ছড়িয়েছে বলে জানায় যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)। ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্র, স্পেন ও পর্তুগালে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ ফ্রান্স, ইতালি, সুইডেন ও অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায় দুজন রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নতুন রোগ
- মাঙ্কিপক্স