করোনাকালে মানসিক সমস্যায় ৪১% কিশোর-কিশোরী
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহির। করোনা মহামারির প্রভাবে গত বছরের এপ্রিলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ঘরবন্দী জীবন শুরু হয় তার। দেড় বছর পর সরাসরি পাঠদান যখন চালু হয়, তখন মাহিরের মানসিক অবস্থা আগের মতো নেই। দীর্ঘ সময় ঘরবন্দী থাকা মাহির এরই মধ্যে মাদকে জড়িয়ে পড়ে।
করোনায় অনলাইনে ক্লাস চললেও আর্থিক সংকটের কারণে ঠিকমতো ক্লাস করতে পারেনি রংপুরের মিঠাপুকুর উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থী এশা। অভাবের তাড়নায় তাকে বিয়ে দিয়ে দেয় পরিবার। কিন্তু তিন মাসও সেই বিয়ে টেকেনি। এখন বাবার বাড়িতে অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন কাটছে এই কিশোরীর।
শুধু মাহির বা এশা নয়, তাদের মতো লাখ লাখ কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলেছে করোনাকালে ঘরবন্দী জীবন। গবেষণা বলছে, গত দুই বছরে করোনা মহামারির ফলে দেশের ৪১ শতাংশ কিশোর-কিশোরী মানসিক সমস্যার শিকার হয়েছে, যা করোনাপূর্ব দুই বছরের তিন গুণ।