কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আমদানি ঠিক রাখাই চ্যালেঞ্জ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ মে ২০২২, ০৯:২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইতিমধ্যে বৈশ্বিক বাজারে ভোজ্যতেল, ডাল, গমসহ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম বেড়েছে। যুদ্ধ শুরু হওয়ার তিন মাসের মাথায় ১ হাজার ৯৫০ ডলার ছাড়িয়ে যায় প্রতি টন সয়াবিন তেলের দাম। সম্প্রতি বাড়তে শুরু করেছে গমের দাম। যুদ্ধের আগে যেখানে প্রতি টন গমের বুকিং মূল্য ছিল ৩০০ ডলার। সেখানে গত সপ্তাহে ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণার পর এখন বৈশ্বিক বাজারে গমের বুকিং মানি ৬০০ ডলার ছাড়িয়েছে।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। কারণ, এই দুই দেশ বিশ্বের মোট চাহিদার ৩০ শতাংশ গম সরবরাহ করে। বাংলাদেশেও ভোগ্যপণ্য আমদানিকারকেরা এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। বাংলাদেশ ভোগ্যপণ্যের মধ্যে ডাল, ভোজ্যতেল, চিনি ও গমের ব্যাপারে পুরোপুরি আমদানিনির্ভর। এর মধ্যে তেল আমদানি হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র থেকে। গম ও বিভিন্ন ধরনের ডাল আমদানি করা হয় ইউক্রেন, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে। চিনি কেনা হয় ব্রাজিল, ভারত, চীন, থাইল্যান্ড থেকে। এর সঙ্গে আরও কিছু দেশ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও