কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কম বয়সেই উচ্চ রক্তচাপ?

প্রথম আলো প্রকাশিত: ১৯ মে ২০২২, ১৮:৪১

উচ্চ রক্তচাপ শুধু বয়স্ক মানুষের রোগ—এ ধারণাটি ঠিক নয়। অপেক্ষাকৃত কম বয়সেও (২০ থেকে ৪০ বছরের কম) এটি হতে পারে। দেশের কম বয়সীদের উচ্চ রক্তচাপে ভোগার ঝুঁকি বিশ্বের অনেক দেশের তুলনায় বেশি। দেশের অল্প বয়সী জনগোষ্ঠীর প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।


তাঁদের মধ্যে ১৭ শতাংশ পুরুষ আর ৯ শতাংশ নারী। কম বয়সী এই তরুণদের ৬৮ শতাংশের উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই। অন্য কোনো কারণে চিকিৎসকের কাছে যাওয়ার পর উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে। কাজেই তরুণ বা যুবা বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিয়মিত রক্তের চাপ মাপতে হবে। বিশেষ করে যাঁদের পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস আছে, তাঁদের বেশি সতর্ক থাকতে হবে। হৃদ্‌রোগ, কিডনি রোগ, স্ট্রোকের কারণ উচ্চ রক্তচাপ। বাংলাদেশে ৩ কোটি ২০ লাখ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। ৪৭ শতাংশ পুরুষ এবং ১১ শতাংশ নারী জীবনে কখনোই উচ্চ রক্তচাপ পরিমাপ করেননি। ৫৪ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপের চিকিৎসায় ওষুধ খান। ৪৩ শতাংশ মানুষ তাঁদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও