![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x404x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F19%2FHILI-AREST-PIC-1-772d5cbb0c8a76e230cda9ebe12d408b.jpg%3Fjadewits_media_id%3D792786)
দিনাজপুরে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী আটক
দিনাজপুরের বিরামপুরে মিছিলের প্রস্তুতিকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াত শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌরশহরের কলেজ বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে তিন জন হাকিমপুর উপজেলার এবং তিন জন নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তারা হলেন– নবাবগঞ্জ উপজেলার খুদাইপুর এলাকার আব্দুল হালিমের ছেলে রাফি (১৯), ছোট মহেষপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে নাজিম উদ্দিন (১৯), তপণঘাট এলাকার নুরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৩৫);কোকতাড়া গ্রামের দছির উদ্দিনের ছেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম (৪১),খাট্টাউছনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আজাহার আলী (৬৬), একই এলাকার মৃত হেজাব উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৫০)।
- ট্যাগ:
- রাজনীতি
- আটক
- জামায়াত-শিবির