ক্যাকটাসের যত্ন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৮:২৫
সঠিকভাবে পরিচর্যা করলে ক্যাকটাস গাছ শাখা প্রশাখা মেলে বিশাল আকৃতি ধারণ করতে পারে। আবার যত্নের অভাবে গোড়া পচে যেতে পারে। জেনে নিন ক্যাকটাসের যত্ন সম্পর্কে।
সঠিক গাছ বাছাই করুন
কিছু ক্যাকটাস কড়া রোদ ছাড়া বাঁচে না। কিছু আবার হালকা রোদ ও আলো বাতাসেই তরতর করে বাড়ে। আপনি যে আবহাওয়ায় বসবাস করেন তার জন্য যে ক্যাকটাস উপযোগী সেটিই কিনুন৷ ঘরের তাপমাত্রা খুব বেশি হলে কাঁটাযুক্ত ক্যাকটাস কিনতে পারেন৷ অনেক দিন বাঁচবে।
- ট্যাগ:
- লাইফ
- ক্যাকটাস
- বাগান পরিচর্যা
- গাছ পরিচর্যা