দাঁত নড়ে গেলে কী করবেন
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৫:৩৭
কারও ৮০ বছর বয়সেও দাঁত মজবুত, কারও কম বয়সেই দাঁত নড়ে যায়। ছোটদের দুধদাঁত নির্দিষ্ট সময় পর নড়ে গিয়ে পড়ে যায়। এরপর সেখানে স্থায়ী দাঁত ওঠার প্রক্রিয়া শুরু হয়। এটা স্বাভাবিক। কিন্তু স্থায়ী দাঁত নড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। নানা কারণে দাঁত নড়ে যেতে পারে।
কারণ
- সঠিক নিয়মে দাঁত পরিষ্কার না করলে অথবা দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁতের ধারক–কলাতে প্রদাহের সৃষ্টি হয়। এতে দাঁত নড়ে যায়।
- কোনো কারণে মুখে আঘাত পেলে দাঁত নড়ে যেতে পারে। জোরে শক্ত কোনোকিছুতে কামড় দিলেও দাঁত নড়ে যেতে পারে।
- অনেকের দাঁতে দাঁত ঘসার বা কামড়ানোর বদভ্যাস আছে, যাকে ‘ব্রুকসিজম’ বলে। অনেকের দাঁত এলোমেলো, উঁচু–নিচু বা বাঁকা থাকে। এসব ক্ষেত্রে দাঁত পরিষ্কার রাখা কষ্টসাধ্য এবং কোনো কোনো দাঁতে অতিরিক্ত চাপ পড়ার ঝুঁকি থাকে। এসব কারণেও দাঁত নড়ে যেতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- দাঁতের যত্ন
- স্বাস্থ্য টিপস