নেটফ্লিক্সের ১৫০ কর্মী ছাঁটাই, কারণ গ্রাহক কম
প্রথম আলো
প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৫:৩৪
যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্সে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো গ্রাহক (সাবস্ক্রাইবার) কমেছে। এ কারণে সংস্থাটি তাদের ১৫০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার নেটফ্লিক্স এক বিবৃতিতে গ্রাহকসংখ্যা কমায় ১৫০ কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অফিস থেকে এ কর্মী ছাঁটাই করা হয়। এ সংখ্যা উত্তর আমেরিকায় কাজ করা কর্মীদের মাত্র ২ শতাংশ।
নেটফ্লিক্স বিবৃতিতে বলেছে, ‘কোম্পানির রাজস্ব কমে যাওয়ার কারণে কর্মী ছাঁটাই করা হচ্ছে। আমরা কর্মীদের ছাঁটাই করতে চাই না। তারপরও এবারের এ পরিবর্তন প্রাথমিকভাবে কর্মীর ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও ব্যবসায়িক চাহিদার কারণে করা হচ্ছে।’