সোরা অ্যাপে কনটেন্ট মালিকদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ওপেনএআই, আসছে আয় করার সুযোগ

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১৩:১৮

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভিডিও তৈরির টুল সোরায় আধেয় বা কনটেন্ট মালিকদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে যাচ্ছে। নতুন এ উদ্যোগের ফলে কপিরাইটধারীরা নির্ধারণ করতে পারবেন, তাঁদের চরিত্র বা সৃজনশীল উপাদান কীভাবে ব্যবহার করা যাবে। একই সঙ্গে যাঁরা নিজেদের কনটেন্ট ব্যবহারের অনুমতি দেবেন, তাঁদের সঙ্গে আয় ভাগাভাগির ব্যবস্থাও চালু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।


ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান শুক্রবার এক ব্লগপোস্টে বলেন, কনটেন্ট মালিকদের জন্য ‘আরও সূক্ষ্ম ও বিস্তারিত নিয়ন্ত্রণব্যবস্থা’ চালু করা হবে। এর মাধ্যমে তারা চাইলে নিজেদের চরিত্র বা উপাদানের ব্যবহার পুরোপুরি সীমিত বা নিষিদ্ধ করতে পারবেন।


কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টের প্রসার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মেধাস্বত্ব ও নির্মাতাদের ন্যায্য পারিশ্রমিক নিয়ে উদ্বেগও বেড়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন উদ্ভাবন ও নির্মাতাদের ন্যায্য পাওনার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে।


চলতি সপ্তাহেই ওপেনএআই যুক্তরাষ্ট্র ও কানাডায় সোরা অ্যাপ উন্মুক্ত করেছে। স্বতন্ত্র এই অ্যাপে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ার করতে পারেন। প্রকাশের পর দ্রুতই অ্যাপটি জনপ্রিয়তা পেয়েছে। কারণ, এতে ব্যবহারকারীরা কপিরাইটযুক্ত চরিত্র বা উপাদান ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ফিডে প্রকাশ করতে পারছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও