কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাওরের কৃষিরক্ষায় বিএনপির ৮ দফা সুপারিশ

বাংলা ট্রিবিউন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৩:৩৮

দেশের হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের অর্থনৈতিক সুরক্ষায় আট দফা সুপারিশ করেছে বিএনপি। দলের অঙ্গ সংগঠন কৃষক দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ মে) রাজধানীর নয়া পল্টনে এ সংবাদ সম্মেলন হয়।


মির্জা ফখরুলের উত্থাপিত সুপারিশগুলোর মধ্যে বলা হয়েছে, ‘হাওড় রক্ষা বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে হবে। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।’ সেই সঙ্গে বছর বছর বাঁধ নির্মাণ না করে সিমেন্ট ও বালু দিয়ে তৈরিকৃত ব্লক ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনা সুদে বিশেষ ঋণের ব্যবস্থা করার সুপারিশ করেছেন মির্জা ফখরুল। একই সঙ্গে ঋণগ্রস্ত কৃষকের ঋণের সুদ মওকুফ এবং স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত ঋণের কিস্তি নেওয়া বন্ধ করার কথাও বলেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও