কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একটুর জন্য কত কিছু হয়নি!

প্রথম আলো প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:৫৩

একটুর জন্য কত কিছু হয়নি...কবীর সুমনের গানের প্রথম কলিটাতে ‘কত কিছু’র বদলে ‘ডাবল সেঞ্চুরি’ বসিয়ে দিলেই তা অ্যাঞ্জেলো ম্যাথুসের মনের কথা হয়ে যাচ্ছে।


এখানে ‘একটু’ মানে একটুই, মাত্র ১ রান। যা করতে না পারায় টেস্টে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা হলো না এই শ্রীলঙ্কানের। ১৯৯ রান করার আনন্দ মুছে দিয়ে বড় হয়ে উঠল মাত্র একটি রান করতে না পারার আফসোস।


মাঠেও তা গোপন করেননি, চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেও না। সংবাদ সম্মেলনেই এক সাংবাদিকের কাছ থেকে জেনেছেন, তাঁকে দিয়ে টেস্ট ক্রিকেটে ১৯৯-দুর্ভাগাদের সংখ্যা ডজন ছুঁয়েছে। পরে অ্যাঞ্জেলো ম্যাথুস কি এটাও জেনেছেন, এই ১২ জনের মধ্যে একটা জায়গায় তিনি এক ও অনন্য। বাকি ১১ জনের আর কারও ১৯৯-এর মতো ৯৯ রানেও আউট হওয়ার অভিজ্ঞতা নেই। এই যুগল দুঃস্বপ্ন শুধু ম্যাথুসকেই পুড়িয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও