বেসরকারি পর্যায়ে গম আমদানি নিয়ে আশঙ্কা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৭ মে ২০২২, ১০:০০

সরকারিভাবে গম আমদানির লক্ষ্যমাত্রা নিয়ে এবার একেবারে দুশ্চিন্তা নেই। তবে বেসরকারি পর্যায়ে আমদানি নিয়ে আশঙ্কা রয়েছে। ভারত গম রপ্তানি বন্ধ করায় এই আশঙ্কা সৃষ্টি হয়েছে। সরকার অবশ্য বিকল্প পাঁচটি উৎস থেকে গম আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলোচনা করছে ভারতের সঙ্গেও।


সরকারের খাদ্য অধিদপ্তরের হিসাবে, দেশে ২০২০-২১ অর্থবছরে দেশে মোট গম আমদানি করা হয় ৫৩ লাখ ৪২ হাজার টন। এর মধ্যে সরকারিভাবে আসে চার লাখ ৭৮ হাজার টন এবং বেসরকারিভাবে আসে ৪৮ লাখ ৬৪ হাজার টন।


আর চলতি অর্থবছরে (২০২১-২২) গত ১১ মে পর্যন্ত সাড়ে ১০ মাসে আমদানি করা হয়েছে ৩৪ লাখ টন গম। এর মধ্যে সরকারিভাবে গম এসেছে চার লাখ ৪১ হাজার টন আর বেসরকারিভাবে এসেছে ২৯ লাখ ৬৬ হাজার টন।


চলতি অর্থবছরে সরকার সাড়ে ছয় লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সেই হিসাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে আরো দুই লাখ টন গম দেশের গুদামে আনতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও