এ বছর বিলবোর্ডে বিটিএস আর অলিভিয়ার জয়জয়কার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৭:৩২
ঘোষণা করা হয়েছে বছরের অন্যতম আলোচিত বিলবোর্ড সঙ্গীত পুরস্কার।
দলগত সঙ্গীতে সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন এবং পুরস্কার জিতে সেরা সাফল্যের স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস।
আর একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী অলিভিয়া ইসাবেল রদরিগো।
বছরের সেরা শিল্পীর পুরস্কারটিসহ ৫টি পুরস্কার অর্জন করেছে কানাডিয়ান র্যাপার আবরে ড্রেইক গ্রাহাম, যিনি ড্রেইক নামে পরিচিত। সবমিলিয়ে ড্রেইক এ পর্যন্ত ৩৪টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন, যা এই পুরস্কারের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
- ট্যাগ:
- বিনোদন
- বিটিএস
- ব্যান্ড দল