বোহেমিয়ানার উচ্ছ্বাসে
বোহেমিয়ান বা বোহো স্টাইল সারা বিশ্বের শিল্প-সংস্কৃতি আর শৈলী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হওয়া একটি লাইফস্টাইল। জিপসি কিংবা যাযাবর শ্রেণির জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত যে জীবনযাপন-প্রক্রিয়া, বোহো স্টাইল মূলত সেটাই। যেহেতু এর মূল বিষয় কোনো এক জায়গায় স্থির না থাকা, তাই এতে যেমন ভারতীয় প্রভাব পাওয়া যাবে, তেমনি পাওয়া যাবে লাতিন আমেরিকার জীবনযাত্রার প্রভাবও। আবার আফ্রিকান প্রভাব থেকেও এটি মুক্ত নয়। ইউরোপিয়ান স্টাইলও এটি নিজেদের মধ্যে আত্তীকরণ করেছে। ফলে কোনো একটি নির্দিষ্ট সূত্রে বোহো স্টাইলকে বেঁধে ফেলার উপায় নেই। তবে বোহো স্টাইলের মূলমন্ত্র খুঁজতে গেলে বলতেই হবে, মিক্সিং, ম্যাচিং, লেয়ারিং ও এক্সপ্লোরিংয়ের কথা।
ভ্রমণপ্রিয়, অ্যাডভেঞ্চারপ্রিয়, অনেক জাতিসত্তার খোঁজ রাখা আমাদের তরুণ প্রজন্মের জীবনযাপনে বোহেমিয়ান বা বোহো স্টাইলের
ছোঁয়া পাওয়া যায় ইদানীং। এর ছাপ ফুটে উঠছে তাদের পোশাক ও অন্দরসজ্জায়।
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- ফ্যাশন ট্রেন্ড
- ফ্যাশন চয়েস