![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/10/23/5d26c93e07e686bd239c0f97633f8b0e-6173951582cf5.jpg)
জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ মে ২০২২, ১১:৫২
আদালতের নির্দেশ অমান্য করায় জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। ওই দুই শিশুর মা জাপানি নাগরিক নাকানো এরিকো আজ সোমবার আপিল বিভাগে এই আবেদন করেন। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন।
নাকানোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের নির্দেশনা রয়েছে দুই শিশু মায়ের সঙ্গে বারিধারায় থাকবেন। বাবা কেবল শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। কিন্তু নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মধ্যেই শিশুদের বাইরে নিয়ে যান। যার কারণে আদালত অবমাননার আবেদন করেছি।