You have reached your daily news limit

Please log in to continue


জুনে আসছে প্রসেনজিৎ মিথিলার প্রথম সিনেমা

আঁতুড়ঘরে কোলে বাচ্চা নিয়ে শুয়ে আছেন মিথিলা। মুখ তুলে বললেন, ‘মেয়ে হয়েছে গো, মেয়ে।’ এরপর আরও কিছু দৃশ্যের কোলাজে মিথিলাকে দেখা যায় বাচ্চাকে নিয়ে দোলনায়, বাড়ির বারান্দায়, কখনোবা বাচ্চার জন্য আশীর্বাদ নিতে গ্রামের মন্দিরে। আর এই পুরো সময়টায় মিথিলার সঙ্গী প্রসেনজিৎ। কয়েক দিন আগে ‘আয় খুকু আয়’ সিনেমার যে গানটি প্রকাশ পেয়েছে, তাতে এভাবেই দেখা দিয়েছেন মিথিলা।

এরই মধ্যে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। কোনোটির শুটিং শেষ, কোনোটি আছে মাঝপথে। তালিকায় আছে—রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। তবে এগুলোর মধ্যে এগিয়ে ছিল ‘আয় খুকু আয়’। এ মাসেই (২৭ মে) মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু গতকাল এক ফেসবুক পোস্টে নির্মাতা শৌভিক কুণ্ডু জানিয়ে দিলেন, ‘আয় খুকু আয়’ এ মাসে আসছে না। টালিউডে মিথিলার অভিষেক পিছিয়ে গেল আরও প্রায় এক মাস। জানানো হয়েছে, ২৭ মের বদলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন