![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/01/11/rangamati-bridge-110122-02.jpg/ALTERNATES/w640/rangamati-bridge-110122-02.jpg)
প্রস্তাবিত নতুন এডিপি: একক খাতে এবারও সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ মে ২০২২, ২১:১৪
আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আকার সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রায় দুই লাখ ৪৭ হাজার কোটি টাকা করার প্রস্তাব চূড়ান্ত হয়েছে; যার ৩০ শতাংশ বরাদ্দ থাকছে একক খাত পরিবহন ও যোগাযোগে।