কণ্ঠস্বরেই কি বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব?
www.tbsnews.net
প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৯:১০
অপরিচিত কারো সঙ্গে ফোনে কথা বলা কিংবা কোনো অনুষ্ঠান শোনার সময় কণ্ঠস্বর শুনেই অনেকটা স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তির সম্পর্কে একটি প্রতিচ্ছবি মনে মনে কল্পনা করে নেই । বয়স, লিঙ্গ তো বটেই, ব্যক্তির আকার-আকৃতি সম্পর্কেও একটু-আধটু আন্দাজ করে ফেলি আমরা।
এমনকি যার সঙ্গে কথা বললাম সে দেখতে ছোটখাটো নাকি বিশালদেহী, খুব শক্তিশালী অথবা দুর্বল, সবকিছুরই একটা পূর্বানুমান করি। আবার সেই ব্যক্তিটি বন্ধুত্বপূর্ণ, নাকি দুঃখগ্রস্ত, নাকি নার্ভাস- এগুলো নিয়েও ছোটখাটো গবেষণা করা তো নিত্যনৈমিত্তিক বিষয়। কেননা, গলার স্বর শুনেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়, এমন ধারণা কমবেশি সবারই আছে।
- ট্যাগ:
- লাইফ
- ব্যক্তিত্ব
- সুন্দর ব্যক্তিত্ব
- কণ্ঠস্বর