![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F757d3f9b-98f7-410d-8170-015a8ad7a557%252F242260429_4794454047254962_2693006235514748088_n.jpg%3Frect%3D0%252C0%252C456%252C304%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ফেসবুকেও কখনো কেউ বাজে মন্তব্য করে না, দেখা হলে বলে আপনি সালমানের নায়িকা...
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৯:৫৫
ক্যারিয়ারে ৩৫টি সিনেমায় অভিনয় করে এখনো দর্শকদের কাছে পরিচিতি নাম চিত্রনায়িকা শিল্পী। জনপ্রিয়তা থাকার পরও হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান। দর্শকদের কাছ থেকে এখনো তাঁকে শুনতে হয় রোমান্টিক নায়িকা কখনো সালমানের নায়িকা। আজ শিল্পীর জন্মদিন। বিশেষ এই দিনে আলাপচারিতায় উঠে এল ক্যারিয়ারের নানা প্রসঙ্গ।
শুভ জন্মদিন। জন্মদিনটা এবার কী কারণে বিশেষ?
ধন্যবাদ। আমার কাছে জন্মদিন খুবই বিশেষ। এবার অনেক ঘটা করে আয়োজন করার ইচ্ছা ছিল। ভেবেছিলাম সিনেমা অঙ্গনের পরিচিত সবাইকে একত্র করব। কিন্তু হঠাৎ করেই আমার স্বামী জরুরি কাজে জার্মান যাওয়ায় আর কিছু করতে ইচ্ছা হয়নি। প্রিয় মানুষ কাছে নেই, জন্মদিনটায় মন খারাপ। সে যাওয়ার আগে বলে গেছে, মন খারাপ কোরো না। এসে দিনটি উদ্যাপন করব।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে