হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ

ডেইলি স্টার চট্টগ্রাম প্রকাশিত: ১৫ মে ২০২২, ১৯:৫০

চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ নমুনা ডিম ছাড়া শুরু করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টা, ভাটার সময় রাত ৩টার দিকে এবং আজ রোববার দুপুরে নদীর বেশ কিছু এলাকায় নমুনা ডিম পাওয়া গেছে।  


ডিম সংগ্রহকারীরা বলছেন, জোয়ারের সময় শতাধিক ডিম সংগ্রহকারী ২০০ গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত করে নমুনা ডিম পেয়েছেন।


হাটহাজারীর মদুনঘাট এলাকার ডিম সংগ্রহকারী আশু বড়ুয়া বলেন, `আমি আধা কেজি মতো ডিম সংগ্রহ করেছি।'  


হালদা গবেষকরা জানিয়েছেন, এখন যে ডিম পাওয়া গেছে সেগুলো হলো নমুনা ডিম।    


হালদা নদীর অন্তত ১৫টি স্থানে কার্পজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ) নমুনা ডিম পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও